Candidate Sayantika visits sick Madan Mitra at home before by-election, Trinamool candidate of Baranagar also took blessings
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মাঝেই রাজ্যের দুই বিধানসভা আসনে হবে উপনির্বাচন। আগামী ১ জুন উত্তর কলকাতায় ভোটের দিনই একই সঙ্গে বরানগরের উপনির্বাচনে ভোট দেবেন বাসিন্দারা। জোরদার প্রচারে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরে একেবারেই অচেনা প্রার্থী সায়ন্তিকার কাছে। তাই দলীয় সংগঠনকে সঙ্গে রেখেই প্রচার চালাচ্ছেন তারকা তৃণমূল প্রার্থী।প্রচারের সূত্রেই দক্ষিণেশ্বরে পৌঁছান সায়ন্তিকা। কামারহাটির বিধায়ক তথা এলাকার জনপ্রিয় নেতা মদন মিত্রর বাড়িতে যান তিনি।
জানা যাচ্ছে, বরাহনগর সম্বন্ধে ভোটের আগে খুঁটিনাটি জেনে নিতেই ‘মদনদা’র সঙ্গে সাক্ষাৎ সায়ন্তিকার। সায়ন্তিকার ঘনিষ্ঠ মহলের দাবি, অসুস্থ মদন মিত্রকে দেখতে গিয়েছেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি প্রবীণ রাজনীতিকের আশীর্বাদও নিয়েছেন তিনি। সূত্রের খবর, সায়ন্তিকা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মদন মিত্রর দ্রুত সুস্থতা কামনা করেছেন সায়ন্তিকা।