Sarfraz will put on the night camp jersey
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : সব ঠিক ঠাক থাকলে আগামি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে সদ্য টেস্টে অভিষেক হওয়ার সরফরাজ খানকে। আইপিএলে অবিক্রিত থেকে গেছিলেন এই উইকেটরক্ষক। কিন্তু টেস্টে সুযোগ পেয়েই সমালোচকদের জবাব দিয়েছেন সরফরাজ। তিনি যে এখনও ফুরিয়ে যাননি, সেটাই প্রমাণ করে দিয়েছে দুই ইনিংসে অর্ধশতরান করে। অনেকটা একদিনের ঢংয়েই খেলেছিলেন দুই ইনিংসে। ফলে তাকে নিতে আগ্রহি কলকাতা নাইট রাইডার্স। অতীতে পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও খেলেছেন সরফরাজ। কিন্তু বড় রকমের সাফল্য না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে সেই দল। অবিক্রিত থাকার পর অবশেষে তাকে নিতে আগ্রহী কেকেআর। কারণ নাইটদের মিডল অর্ডারে মারাকাটারি ভারতীয় ব্যাটারের অভাব স্পষ্ট। শুধু নীতিশ রানা, রিঙ্কু সিং আছেন। কারণ ভেঙ্কটেশ আইয়ার ওপেন করেন। চোটে কাবু শ্রেয়স আইয়ারও সুস্থ হয়ে আদৌ আইপিএলে খেলতে পারবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। তাই আত্মবিশ্বাসের মধ্যে থাকা সরফরাজকেই দলে নিতে চাইছে নাইট শিবির। শোনা যাচ্ছে মেন্টর গৌতম গমভির, নাইট কর্তৃপক্ষকে জানিয়েছে তাকে দলে নেওয়ার জন্য।