Sandeshkhali became heated again, the police faced the protestors
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। তখনও উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। ফের নতুন করে উত্তপ্ত হলো সন্দেশখালি। মহিলাদের মিছিলে বাধা দেয় পুলিশ। লাঠি হাতে পুলিশ বাধা দিতে গেলে মহিলাদের সঙ্গে বচসা হয়। বিক্ষোভকারীরা প্রশ্ন করে পুলিশকে এতদিন কোথায় ছিল তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় ব়্যাফ।গ্রামবাসীদের মূলত অভিযোগ, বেশ কয়েক বছর ধরে চাষের জমি ও খাল দখল করে একের পর এক ভেড়ি তৈরি করেছেন তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার। চাষ করার পর গ্রামবাসীরা তাঁদের প্রাপ্য টাকা পাননি। এতদিন শেখ শাহজাহানের ভয়ে মুখ খুলতে পারেননি গ্রামবাসীরা। শেখ শাহজাহান বেপাত্তা হতেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।সন্দেশখালির বাদশা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলে গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে থানার উদ্দেশে মিছিল করেন গ্রামের মহিলারা। মিছিলের মাঝপথে বাধা দেয় পুলিশ। তার জেরে পুলিশ ও মহিলাদের মধ্যে বচসা হয়। ঝামেলার ফলে সন্দেশখালি বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে।