Trinamool leader’s poultry farm and house fire! Again violence in Sandeshkhali
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বৃহস্পতির পর এবার শুক্রবার সরগরম সন্দেশখালি। তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। সন্দেশখালির জেলিয়াখালি এলাকায় তাঁর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। শাহজাহান শেখ, শিবু এবং উত্তম সর্দারের গ্রেফতারির দাবীতে আবারও পথে নামল গ্রামের মহিলারা।
পোলট্রি ফার্ম জ্বালিয়ে দিয়ে বিক্ষুব্ধ জনতার অভিযোগ, তাদের দখল করা জমিতে এই পোলট্রি ফার্ম তৈরি করা হয়েছে। কাজ করার পর প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয়না। শাহজাহান, শিবু, উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ গ্রামবাসীদের। গ্রামে অত্যাচার চালান এই তিনজন। ইচ্ছার বিরুদ্ধে জোর করে গ্রামবাসীদের দিয়ে নানা কাজ করান। জমি জবরদখল থেকে শুরু করে একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসে এদিন। গ্রামবাসীদের দাবি, দীর্ঘ দিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ সন্দেশখালির এই বিক্ষোভ। পাশাপাশি তারা জানান, শাহজাহান এলাকাতেই আছে। পুলিশ তাঁকে নিরাপত্তা দিয়ে চলেছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।