‘Khalistani’ controversy in Punjab, storm of condemnation across the country, BJP on the backfoot
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার উত্তপ্ত সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আইপিএস অফিসার যশপ্রীত সিংহকে ‘খলিস্তানি’ মন্তব্য নিয়ে ওইদিন দুপুর থেকেই চড়েছে রাজনৈতিক উত্তাপ। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। পরে তা ঘুরে যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা করেন।
সেই বিতর্কের জল ক্রমশ গড়াতে গড়াতে বাংলার সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরে এবং পঞ্জাবে ওই বিতর্ক পৌঁছেছে। ধামাখালি এই ঘটনায় এবার মুখ খুললেন অমৃতসরের গুরদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিংহ ধামি। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে অভিযোগ করেন, বাংলার শিখ পুলিশ অফিসারের চরিত্রহন্ন
এই ঘটনার ফলে জাতীয় স্তরের রাজনীতিতে রীতিমত চাপে পড়ে গিয়েছএ বিজেপি।দিল্লিতে কৃষক আন্দোলন হচ্ছে সেখানে বেশিরভাগই শিখ সম্প্রদায়ী। এই প্রেক্ষাপটে খলিস্তানি মন্তব্য ইস্যু কার্যত ঘি ঢেলে দিয়েছে।এই ঘটনা এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কেউ ক্ষমাও চাননি। বিজেপির পক্ষে এই মন্তব্যের দায় নেওয়া হয়নি।সামনে লোকসভা ভোট এই ইস্যুকে হাতিয়ার করে আদাজল খেয়ে ময়দানে নেমেছে তৃণমূল। গতকাল বিকেল থেকেই রাজ্য বিজেপি দফতরের সামনে শিখ সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছেন।
বিতর্কের মাঝেই অবশ্য শুভেন্দু অধিকারী পালটা দাবি করেছেন যে,-এই ধরনের মন্তব্য করা হয়নি। এই ধরনের কথা কোনওভাবেই সমর্থন করি না। মুখ্যমন্ত্রীর মিথ্যা তথ্য পরিবেশন করেছেন। কোনও ধর্মকে আক্রমণ করে ছোট করা এটা সমর্থন করি না এবং বলবও না।’