Members of the fact-finding committee in the face of police barriers in Sandeshkhali! Again the tension is in doubt.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে ইতিমধ্যেই গঠিত হয়েছে ছয় সদস্যের বিশেষ কমিটি। কমিটিতে রয়েছেন উত্তর প্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি ব্রিজ লাল, সুনিতা দুগগল, প্রতিমা ভৌমিক, কবিতা পতিদার অন্নপূর্ণা দেবী এবং সঙ্গীতা যাদব।
দিল্লিতে ফিরে গিয়ে জেপি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। জে পি নাড্ডার নির্দেশে দলীয় সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে গঠিত ৬ সদস্যের টিম।
শুক্রবার সকালে স্যাট ফাইন্ডিং কমিটির সদস্যরা সন্দেশখালি পৌঁছানোর আগেই মাঝপথে রামপুরেই আটকে দেওয়া হয় তাদের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের পাশে রয়েছেন। সারা দেশের মহিলারা আপনাদের পাশে রয়েছে আপনারা চিন্তা করবেন না। মমতা ব্যানার্জির গুন্ডারা বেশি দিন টিকতে পারবে না। সন্দেশখালি তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ ফ্যাট ফাইন্ডিং কমিটির সদস্যদের।
রামপুরে মহিলা পুলিশের ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কেন্দ্রীয় মন্ত্রীদের। মহিলাদের উপর অত্যাচার মহিলা পুলিশি মহিলাদেরকে আটকে দিচ্ছে। কেন প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীদের। পুলিশের সঙ্গে তুমুল বচসা বেধে যায়। ১৪৪ ধারা মেনে চার জনকে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ। পুলিশের পক্ষ তাদের চারজন নয় দুজনকে ভেতরে যাওয়ার অনুমতি দেন।
কমিটির সদস্যরা জানান আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের পাশে রয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
এখনো অশান্ত উত্তর ২৪ পরগনা সন্দেশখালি। উত্তপ্ত সন্দেশখালি নিয়ে পুলিশের পক্ষ থেকে যে ১৪৪ ধারে জারি করা হয়েছিল তা বাতিল করে দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেখানে ইন্টারনেট পরিষেবা চালু রাখতে হবে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়াতে হবে নিরাপত্তা। মঙ্গলবার এই নির্দেশ দেওয়ার পরেও সন্দেশখালি থেকে ওঠেনি ১৪৪ ধারা। এমনটাই অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভা থেকে ঘড়ির কাঁটায় ১১:৪৫ নাগাদ রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ক সন্দেশখালিতে গিয়েছিলেন। সন্দেশখালি ঢোকার আগেই ভোজের হাটে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর বাস। বাস থেকে নেবে সেখানেই অবস্থানে বসে যান রাজ্যের বিরোধী দলনেতা।
কেন কলকাতা হাইকোর্টে আসতে হলো রাজ্যের বিরোধী দলনে তাকে সেই প্রসঙ্গে শুক্রবার আদালতে তারা আইনজীবী দৃষ্টি আকর্ষণ করে জানান সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করার পর ফের পুলিশ ১৪৪ ধারা জারি করে পথ আটকেছে বলে অভিযোগ। বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে না বসায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামল দায়ের হয় মামলা।আগামী সোমবার মামলার শুনানি।।