Kunal-Chandrima said in a press conference that political parties are inciting about Sandeshkhali incidents
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বুধবার থেকে পর পর তিনদিন খবরের শিরোনামে সন্দেশখালি। তবে বিরোধীদের উস্কানিতেই উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। এমনই অভিযোগ করল তৃণমূল। পাশাপাশি শাসক দলের তরফে আরও দাবি করা হচ্ছে, দু’দিন পর সন্দেশখালি নিয়ে কোনও ইস্যুই থাকবে না, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বীরবাহা হাঁসদা। সন্দেশখালি ইস্যু নিয়ে কুণাল বলেন, ‘কিছু মানুষের, কিছু ক্ষোভ ছিল। কোনও এক ব্যক্তির সঙ্গে অন্য কোনও এক জনের সমস্যা থাকতে পারে। কুণাল বলেন, সন্দেশখালি ঘটনায় ঘি ঢালছে কংগ্রেস, সিপিএম, বিজেপি মানুষকে উস্কে দিয়ে সাময়িক গন্ডগোল সৃষ্টির চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন পুরো বিষয়টি দেখছেন। 144 ধরা জারি হয়েছে। নতুন করে আর কোনও গন্ডগোল হবে না বলে আশা করা যাচ্ছে।