BJP attacks Sikh police officer as Khalistani, Strong condemnation of Mamata Banerjee
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : পুলিশ সুপারের ধর্ম তুলে আক্রমণ বিজেপির। ধামাখালির ঘটনা। তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধে জাতপাতের রাজনীতির অভিযোগ উঠেছে বারবার। এবার সন্দেশখালি যাওয়ার পথে পাগড়ি পড়া ইসলামপুর পুলিশ জেলা সুপার তথা আইএএস জসপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীরা বলে অভিযোগ। যা নিয়ে তীব্র বিতর্ক বেঁধেছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শিলিগুড়ি বিজেপি বিধায়ক শংকর ঘোষকে সন্দেশখালি যাওার অনুমতি দেয় হাইকোর্ট। সন্দেশখালি যাওয়ার পথে তাদের ধামাখালিতে আটকে দেয় পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্বরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় পুলিশ সুপার জসপ্রীত সিংকে খলিস্তানি বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা। যার তীব্র প্রতিবাদ জানান সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক। তিনি বলেন, পাগড়ি মাথায় ডিউটি করছি বলে আমায় খলিস্তানি বলা হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই মন্তব্যের প্রতিবাদে কলকাতায় বিজেপির সদর দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা।
বিজেপির এহেন আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপি বিবাদের রাজনীতি করছে। নির্লজ্জভাবে সংবিধানিক সীমারেখা মানছে না। এরা শিখদের দেশের প্রতি ভালোবাসা ও বলিদানকে ভুলে গিয়েছে। কেউ যদি বাংলার সামাজিক সম্প্রীতি শান্তি ভঙ্গ করার চেষ্টা করে, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।পাশাপাশি তীব্র নিন্দা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপির লক্ষ্য হচ্ছে বিভেদ তৈরি করা। এদিন তা স্পষ্ট হয়ে গেল।