BJP activists protested in police stations across the state in connection with the violence against women in Sandeshkhali
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
উত্তর ২৪ পরগনা সন্দেশখালি শেখ শাহজাহান তার ঘনিষ্ঠ শিবু হাজরাদের কুকীর্তির কথা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন সন্দেশখালীর আদিবাসী মহিলারা। রাতের অন্ধকারে নেমে আসত অত্যাচার।প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন সেখানকার মহিলারা। তাদের অভিযোগ শেখ শাহজাহান ও ঘনিষ্ঠ শিবু হাজরা, রাত হলেই বাইরের সুন্দরী মহিলাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যেত। সেই মহিলাদের ওপর নারকীয় অত্যাচার চালাত বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। সন্দেশখালীর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সেখানকার গ্রামবাসীরা।
বিজেপির পক্ষ থেকে আইন-শৃঙ্খলার প্রশ্নে সমস্ত থানা গুলোর সামনে বিক্ষোভ কর্মসূচি যখন করছে সেই সময় সন্দেশখালি প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সরকারকে আটক করেছে বাঁশদ্রানী থানার পুলিশ।সন্দেশখালিতে বেলাগাম হিংসার পিছনে হাত রয়েছে এই বিকাশের। মূলত, গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, বসিরহাটে বিজেপির নানা লড়াই-আন্দোলনে বরাবরই সামনের সারিতে দেখা গিয়েছে বিকাশকে। শোনা যায় কলকাতার নেতাদের সঙ্গেও রয়েছে সুসম্পর্ক। সেই বিকাশকেই পুলিশ গ্রেফতার করায় তা নিয়ে বাড়ছে চাপানউতর।
বেপাত্তা’ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তাঁকে। এমনটাই জানানো হয়েছে বাঁশদ্রোণীথানার পুলিশের পক্ষ থেকে। তারই প্রতিবাদে বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ সিপিএমের কর্মী সমর্থকরা।