Modi is coming to the state on March 6. He will meet the victims of Sandeshkhali
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। খবরের শিরনামে শুধুই সন্দেশখালি। সামনে লোকসভা ভোট বিরোধীরা সন্দেশখালিকে হাতিয়ার করে শাসকদলকে তুলোধনা করছেন। তারই মাঝে বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদি, এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বারাসতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। সভা শেষ করে কী সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন মোদি, তা নিয়ে চলছে জোর জল্পনা। সুকান্ত মজুমদারের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে নির্যাতিতাদের সাক্ষাতের বন্দোবস্ত করা হবে।
আগামী ৭ মার্চ নয়, ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছে, বারাসতে মহিলাদের সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। মহিলা ন্যায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে বিজেপি সন্দেশখালি নিয়ে কি খেলা খেলে এখন সেটাই দেখার। পুরোপুরি বিজেপি সূত্রের খবর। তবে ভোটের আগে বারাসতে গিয়ে ভোট চাওয়ার ভালোই পন্থা বার করেছে বিজেপি।