Left youth leader Meenakshi Mukhopadhyay in the face of police obstruction in Najat, former left MLA Sefar Sardar arrested in Kolkata
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়! ন্যাজাটে ঢুকতেই পুলিশি বাধার মুখে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।ঘটনার চার দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত শান্তি ফেরেনি সন্দেশখালিতে। গতকাল রাতে বিজেপির সাংগঠনিক সভাপতি কে বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে।লাগাতার অশান্তির ঘটনায় আটক সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। ‘বেপাত্তা’ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তাঁকে। এমনটাই জানানো হয়েছে বাঁশদ্রোণীথানার পুলিশের পক্ষ থেকে। তারই প্রতিবাদে বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ সিপিএমের কর্মী সমর্থকরা।
উত্তপ্ত সন্দেশখালি! বিজেপির পক্ষ থেকে আইন-শৃঙ্খলার প্রশ্নে সমস্ত থানা গুলোর সামনে বিক্ষোভ কর্মসূচি যখন করছে সেই সময় সন্দেশখালি প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সরকারকে আটক করেছে বাঁশদ্রানী থানার পুলিশ।সন্দেশখালিতে বেলাগাম হিংসার পিছনে হাত রয়েছে এই বিকাশের। মূলত, গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, বসিরহাটে বিজেপির নানা লড়াই-আন্দোলনে বরাবরই সামনের সারিতে দেখা গিয়েছে বিকাশকে। শোনা যায় কলকাতার নেতাদের সঙ্গেও রয়েছে সুসম্পর্ক। সেই বিকাশকেই পুলিশ গ্রেফতার করায় তা নিয়ে বাড়ছে চাপানউতর। চাপে পদ্ম শিবিরও, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় থেকে রাজনীতি করার কারণে সন্দেশখালিকে হাতের তালুর মতো চেনেন এই বিকাশ। আদিবাসীদের সঙ্গেও তাঁর বেশ নিবিড় সম্পর্ক বলে শোনা য়ায়।