Fire is becoming suspicious! ADG Law and Order Manoj Verma said that the situation is now under control
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক রেশন বন্টন দুর্নীতি মামলায় সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনো ফেরার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিডির পক্ষ থেকে তৃতীয়বার তাকে নোটিশ পাঠিয়েছে। লোকসভা নির্বাচন যতো এগিয়ে আসছে অশান্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনা সন্দেশখালি। গত ৫ই জানুয়ারি সন্দেশখালি তে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক।ইডি তদন্তকারী আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি। আদিবাসী মহিলারা পথে নেবে শুধু বিক্ষোভ নয় তিনটে পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ফুঁসছে এলাকার মহিলারা।
সন্দেশখালিতে যে বা যারা অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নবান্নে জানালেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। উত্তপ্ত সন্দেশখালি তে শান্তি ফেরাতে ইতিমধ্যেই আজকের এই ঘটনায় ৮জনকে আটক করা হয়েছে।নবান্নে সাংবাদিক সম্মেলন করে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা জানান সন্দেশখালিতে যদি কোন অপরাধ হয়ে থাকে, পাশাপাশিযদি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে পুলিশকে জানালে সেটা নিয়েও তদন্ত করবে পুলিশ।গত তিনদিন ধরে যে ঘটনা ঘটছে তার সঠিক তদন্ত হবে।ওখানে এখন পর্যাপ্ত পুলিশ রয়েছে। সন্দেশখালির পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে।