Ex-NCB zonal director Sameer Wankhed accused of financial corruption, ED investigation.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকচক্রে গ্রেফতারির মামলায় সমীরের বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সিবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এখন আর্থিক দুর্নীতি মামলায় ইডির নজরে প্রাক্তন এনসিবি অফিসার। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করেছে ইডি। আগামী সপ্তাহে তাঁকে তলব করা হতে পারে বলে সূত্রের খবর। সমীর ছাড়াও আরও তিন এনসিবি অফিসারকে তলব করা হয়েছে। সমীর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেই আর্জি করেছেন তিনি। তিনি অবশ্য বারবার দাবি করে এসেছিলেন, প্রভাবশালী শাহরুখ-পুত্রকে গ্রেফতারের পর থেকেই মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।