It is heard that the Bollywood superstar may change his bungalow for the sake of security.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার ভোর ৫টা নাগাদ সলমন খানের বান্দ্রার বাংলোর সামনে গুলি চালায় দুই দুষ্কৃতী। ঘটনার পরই মুম্বই প্রশাসনের তরফে সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে খোদ ফোন করে নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পরই রবিবার গ্যালাক্সিতে জড়ো হয়েছিল গোটা খান পরিবার। এই ঘটনার পিছনে বিষ্ণোই গ্যাংয়ের হাত আছে, সেই দায় স্বীকার করতেই নিরাপত্তার খাতিরে এবার হয়তো বলিউড সুপারস্টার বাংলো বদলাতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই বাইক আরোহি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । বুলেট গিয়ে লাগে বাড়ির দেওয়ালে। তারপরই পালিয়ে যায়। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, এখনই গ্যালাক্সি ছাড়ছেন না সলমন খান। বাড়ি বদলানোর কোনও প্ল্যানও নেই। নিজের পরিবারের সকলের সঙ্গে বান্দ্রার বাংলোতেই থাকবেন তিনি।