Mohammad Salim visits the site of Gardenreach
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে কথা বলতে ঘটনাস্থলে পৌঁছালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সঙ্গে ছিলেন সিপিআই(এম) নেতা কল্লোল মজুমদার, ফৌয়াজ খান, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম। তবে তাদের ভিতরে ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে চলে বচসা।
এদিন সেলিম বলেন, তৃণমূলের আমলে রমরমিয়ে বেড়েছে বেআইনি নির্মাণ, তারই ফল এই বিপর্যয়। ঘটনার ১২ ঘন্টা পরেও উদ্ধারকাজে সাহায্য করছেনা রাজ্য সরকার। সরকারি সূত্র অনুযায়ী, রবিবার রাতে বেআইনি নির্মান ঝুপড়ির ওপর ভেঙে পড়ার ফলে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের দাবি এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে। এখনও পর্যন্ত অনেকেই ধ্বংস স্তুপের তলায় আটকে আছে বলে জানা যাচ্ছে।