Saini Ghosh, candidate of Trinamool Congress from Jadavpur center, escaped from a major accident.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। সোমবার বিকেলে বেড়িয়েছিলেন প্রচারে। হুড খোলা জিপেই চলছিল তাঁর মেগা রোড শো। এরই মধ্যে হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়, যার জেরে অবশ্য গোটা কলকাতাই প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে। গাড়ির একদম সামনেই বড় একটা গাছ ভেঙে পড়ে। আর একটু হলেই সেই গাছ পড়ত প্রচারের গাড়ির ওপরই। অর্থাৎ সায়নী ঘোষ বড়সড় দুর্ঘটনার কবলে পড়তেন। ভাঙরের বামনঘাটা অঞ্চলে প্রচার করতে গেছিলেন সায়নী, এই এলাকা যাদবপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। সেখানে সায়নীর সঙ্গেই ছিলেন বিধায়ক তথা এলাকার দায়িত্বে থাকা তৃণমূল নেতা সওকত মোল্লা। ঝড় কিছুটা থামতে, গাছ সরিয়ে এলাকা ছাড়েন প্রার্থী। ঝড়-বৃষ্টির কারণে তাঁর প্রচারেও কিছুটা ব্য়াঘাত ঘটে, কিন্তু অল্পের জন্য রক্ষা পাওয়ায় ইশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন তৃণমূল প্রার্থী।