Sahal Abdul Samad injured in practice in Saudi Arabia, ruled out of Afghanistan match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সময়টা কি খারাপ যাচ্ছে মোহন বাগানের? হঠাৎই কেন এত দুঃসংবাদ বাগান শিবিরে। বুধবার বিকেলেই এআইএফএফের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশের তিন পয়েন্ট পেয়ে যায় মুম্বই, ৩ টি গোলও পায় তারা। যার জেরে লীগ টেবিলে মুম্বাইয়ের থেকে সামান্য হলেও পিছিয়ে পড়ে বাগান। এবার বুধবার বিকেল গড়াতেই খবর এল, সৌদি আরবে অনুশীলনে চোট পেয়েছেন বাগানের বড় ভরসা সাহাল আব্দুল সামাদ। ভারতীয় ফুটবল দলের মাঝমাঠের প্রধান স্তম্ভ, স্টিমাচ এবং হাবাস, দুই কোচেরই অত্যন্ত পছন্দের ও স্নেহের। তার কোয়ালিটি পাসিং, জাতীয় দল এবং ক্লাব, দুই দলেরই প্রথম একাদশে তাকে ফার্স্ট চয়েজ হিসেবে রাখে। এছাড়াও গোল করার ক্ষমতা তাকে সুনীল, কামিন্সদের পাশে নিয়মিত সতীর্থ করে দিয়েছে। আইএসএলে আর মাত্র চার রাউন্ড বাকি, এই মুহূর্তে বাগান রয়েছে শীর্ষ স্থানের দৌড়ে। তাই হাবাস যেমন চিন্তায়, তেমনি বৃহস্পতিবারের আফগানিস্তান ম্যাচের আগে সাহালের পরিবর্ত খুঁজতে নাজেহাল অবস্থা ভারতের কোচেরও। নিজেকে কতটা ভালো মেলে ধরলে একজন স্প্যানিশ এবং একজন ক্রোয়েশিয়ান কোচও তার জন্য বিড়ম্বনায় পড়েন, সেটাই প্রমাণ করলেন সাহাল।