Royal Challengers Bangalore and Gujarat Titans clash in IPL on Saturday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার আইপিএলে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং গুজরাট টাইটানস। প্লে অফের রাস্তা খোলা রাখতে এই ম্যাচ জিততেই হবে গুজরাটকে। আরসিবির পয়েন্ট সংখ্যা ১০ ম্যাচে ৬, সেখানে গুজরাটের পয়েন্ট একই সংখ্যক ম্যাচ খেলে ৮। ফলে পরের ম্যাচগুলো যদি শুভমন গিলের দল জিততে পারে, একমাত্র তবেই সুযোগ থাকবে নক আউটে যাওয়ার। এরই মধ্যে আরসিবি ম্যাচের পর ধোনির চেন্নাইয়ের বিপক্ষে খেলা রয়েছে তাঁদের। ফলে এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছে না রশিদ খান, হাসমাতুল্লাহ ওমারজাইরা। এদিকে গত ম্যাচেই এই আরসিবির কাছেই হারতে হয়েছিল তাঁদের। বিরাট কোহলি ৭০ রান করেছিলেন, কিন্তু সিলেবাসের বাইরে থেকে এসে উইল জ্যাকস শতরান করে চলে গেছিলেন। ২০১ রানের লক্ষ্যমাত্রা মাত্র ১৬ ওভারেই তুলে নিয়েছিল আরসিবি। ফলে সেই ম্যাচের বদলাই নিতে চাইবে গুজরাট। এদিকে আগের তুলনায় এখন একটু ভালো বোলিং করায়, আরসিবির তরফে অধিনায়ক ডুপ্লেসি আরও একবার টস জিতলে প্রথমে ফিল্ডিংয়ের ঝুঁকি নিতে পারেন। এখন দেখার ছোট মাঠ চিন্নাস্বামীতে শেষ হাসি কে হাসে।