Cristiano Ronaldo’s team Al Nasser was supposed to play in China. But due to injury, he will not be able to enter the field.
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : চিন সফর পিছিয়ে দিল আল নাসের ফুটবল ক্লাব। চিনে খেলার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসেরের। কিন্তু সেখানে আর খেলা হল না সিআরসেভেনের। চোটের জন্য তিনি মাঠে নামতে পারবেন না। আর তাকে ছাড়া আল নাসের দলের খেলাও কেউ দেখতে রাজি নয়। একান্ত বাধ্য হয়েই তাই চীনে প্রীতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিল আল নাসের ফুটবল দল। সমর্থকদের বিক্ষোভ দেখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও দুঃখপ্রকাশ করেন। পরের সপ্তাহে রয়েছে বহু প্রতিক্ষিত আল নাসের বনাম ইন্টার মিয়ামির ম্যাচ। সেই ম্যাচে মাঠে নামার কথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাও আবার লিওনেল মেসির বিপক্ষে। কিন্তু চোটের কারণ সেই ম্যাচেও রোনাল্ডো মাঠে নামতে পারবেন কিনা, সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চীনে এসেও খেলতে না পারায় হতাশ রোনাল্ডো স্পষ্টই ক্ষমা চেয়ে নিলেন সমর্থকদের কাছে। ইচ্ছা থাকা সত্বেও চোটের জন্যই খেলতে পারছেন না, বলছেন রোনাল্ডো। এখন দেখার মেসির বিপক্ষে খেলতে পারেন কিনা সিআরসেভেন।