Rohit Sharma, the most successful captain of IPL, did not get a chance in the best XI of IPL.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : আইপিএলের সর্বকালের সেরা একাদশে সুযোগই পেলেন না আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক সুযোগ না পেলেও সমসংখ্যাক আইপিএল জয়ী মহেন্দ্র সিং ধোনি রয়েছে সেরা একাদশের অধিনায়ক হিসেবে। সম্প্রচারকারি সংস্থার দ্বারা ২৫ জন প্রাক্তন ক্রিকেটারকে দিয়ে এই তালিকায় বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্যযোগ্য ভাবে সেই দলে সুযোগ পেয়েছেন মুম্বইয়ের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার সুযোগ না পাওয়া আপাত দৃষ্টিতে অতটা গুরুত্বপূর্ণ না হলেও, হার্দিক যে দলে রয়েছেন সেখানে পাঁচবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়কের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রোহিত শর্মা মুম্বইয়ের দায়িত্ব নেওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়া হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। একই পরিসংখ্যান চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রেও। কারণ তারাও যে কবার ট্রফি জিতেছে, সবকটিই এসেছে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে।
তবে প্রাক্তনিরা কিভাবে এই তালিকায় রোহিতকে বাদ রাখলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের তালিকায় চার নম্বরে রয়েছেন রোহিত শর্মা। রানের তালিকায় রোহিতের পরে রয়েছেন এবিডিভিলিয়ার্স, সুরেশ রায়না, ক্রিস গেইলরা। অথচ তারা রয়েছেন প্রাক্তনিদের বেছে নেওয়া সর্বকালের আইপিএলের সেরা একাদশে। এই দলে অধিনায়ক ধোনি ছাড়া রয়েছেন বিরাট কোহলি, ক্রিস গেইল, সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, যসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, লাসিথ মালিঙ্গা। ইম্প্যাক্ট সাব হিসেবে রয়েছেন রোহিত শর্মা, সুনিল নারিন, ডোয়েন ব্র্যাভো এবং সুর্যকুমার যাদব।কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে স্টিফেন ফ্লেমিংকে।