Rohit brigade waiting for new milestone
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ১১২ বছর পুরনো রেকর্ড ভাঙার লক্ষ্যে রোহিত শর্মা। ভারতীয় দল হায়দ্রাবাদে ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট হেরে গেছিল ভারত। কিন্তু এরপর তিনটি টেস্টেই জয় পেয়েছে যশস্বী জয়সওয়ালরা। গত ১২ বছরে টানা ১৭ টি সিরিজে ঘরের মাঠে জিতেছে ভারত। এই পরিসংখ্যান এই সিরিজেও অটুটই থাকছে। তবে ৭ তারিখ থেকে শুরু হতে চলা শেষ টেস্টেও যদি ভারত জিতে যায়, তাহলে ভারত হবে তৃতীয় দেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে যারা প্রথম টেস্ট হারের পর সেই সিরিজে টানা চারটি টেস্টেই জিতিছে। ১৯১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ ফলে সিরিজ জিতে নিয়েছিল ইংল্যান্ড। এর আগে অবশ্য দুবার অষ্ট্রেলিয়াও এভাবেই পিছিয়ে পড়ে সিরিজ জিতেছিল ৪-১ ফলে ইংল্যান্ডের বিপক্ষে। এবার ভারতের সামনেও রয়েছে ১১২ বছর পুরোনো সেই রেকর্ড স্পর্শ করার। রোহিত শর্মারা যে ছন্দে রয়েছেন তাতে অস্বাভাবিক নয় মোটেই সিরিজের শেষ ম্যাচেও জয় পাওয়া। এই নিয়ে সপ্তমবার সিরিজে পিছিয়ে পড়েও টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল