Footballer Robinho has been sentenced to nine years in prison for raping a woman in Italy
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের এক সময় মাঠ কাঁপানো তারকা ফুটবলার রবিনহোকে ব্রাজিলে হাজতবাস করতে হবে, জানিয়ে দিল সেদেশের আদালত। ইতালিতে থাকাকালীন আল এক মহিলাকে ধর্ষনের অভিযোগে ওঠে রবিনহোর বিপক্ষে। ব্রাজিলিয়ান এই ফুটবলারের বিরুদ্ধে সাজা ঘোষণা করে ইতালির আদালত। ঘটনার গুরুত্ব অনুযায়ী রবিনহোকে দেওয়া হয় ৯ বছরের কারাদণ্ড। কিন্তু ইতালির দেওয়া সাজা কি ব্রাজিলে বৈধ, এই মর্মেই ওঠে প্রশ্ন। রবিনহোর আইনজীবীরা প্রশ্ন তোলেন ইতালির বিচার প্রক্রিয়া নিয়ে, দাবি করেন তার মক্কেল নির্দোষ। পুনরায় তদন্ত চান তারা। যদিও তাতে কর্নপাত না করেন ব্রাজিলের আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হল, এই ঘৃণ্য কাজের জন্য রবিনহোর শাস্তি প্রাপ্য। সেই কারণে ইতালির আদালতে ঘোষণা যাওয়া সাজা বহাল থাকবে ব্রাজিলে। খাটতেই হবে ৯ বছরের কারাদণ্ড।