Tejashwi’s big promise ahead of Lok Sabha polls
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে বড় চমক লালু প্রসাদের দলের। আরজেডির নেতা তথা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ইস্তেহার প্রকাশে চমক দিলেন। স্রেফ আর্থিক প্রতিশ্রুতিই নয়, তেজস্বীর প্রকাশ করা ইস্তেহারে রয়েছে চাকরির প্রতিশ্রুতিও। ১ কোটি বেকার যুবক যুবতীকে চাকরির প্রতিশ্রুতি দিলেন বিহারের এই তরুণ নেতা। বয়সে তরুণ হলে হবে কি, ইতিমধ্যেই তার গায়ে লেগেছে হেভিওয়েট তকমা। শুধু লালু প্রসাদ যাদবের পুত্র হিসেবে নয়, কয়েক বছর আগে যেভাবে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে। পরে নীতিশ কুমার জোট ভাঙার পরও তেজস্বী কোনরকম মাথা গরম করেনি। বরং অপেক্ষা করছিলেন জবাব দেওয়ার। এবারের লোকসভা নির্বাচন তার কাছে জবাব দেওয়ার মঞ্চ। এবারে ৭ দফাতেই বিহারে হবে ভোট। তার আগেই ভোটারদের মন জিততে ইস্তেহারকে নতুন নাম দিলেন পরিবর্তনতন্ত্র। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিলেন সিলিন্ডারের দাম কমানো হবে, বিহারে ৫ বিমানবন্দর তৈরি হবে, পেনশন ফিরিয়ে আনা হবে, বেকারত্ব দূর করতে চাকরি দেওয়া হবে। কিন্তু তার থেকেও চমকপ্রদ প্রতিশ্রুতি হিসেবে তেজস্বী বললেন রাখিবন্ধন উপলক্ষে দেশের দরিদ্র বোনেদের ১ লক্ষ টাকা দেবে ইন্ডিয়া জোট যদি সরকারে আসে।