Thursday is the mega match of the Riyadh Season Cup. But even 24 hours before the match, a dark cloud of uncertainty surrounds the match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার রিয়াধ সিজন কাপের মেগা ম্যাচ। ভারতীয় সময় রাত সাড়ে এগারোটায় মুখোমুখি হওয়ার কথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের এবং লিওনেল মেসির ইন্টার মিয়ামি ফুটবল দলের। কিন্তু ম্যাচের 24 ঘন্টা আগেও অনিশ্চয়তার কালো মেঘ ম্যাচ ঘিরে। কারণ কাফ মাসেলে চোট এখনও সাড়েনি রোনাল্ডোর। মেসির সঙ্গে রোনাল্ডোর ফুটবল মাঠে লড়াই সমর্থকরা খুব মিস করেন। তাই এই রিয়াধ কাপে প্রীতি ম্যাচ খেলতে আনা হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে। কিন্তু চোটের জন্য সেই ম্যাচেই কিনা অনিশ্চিত রনি। গত সপ্তাহেই চীন সফর বাতিল করেছিল আল নাসের ক্লাব, রোনাল্ডোর এই চোটের কারণেই। সেই চোট এখন সম্পূর্ণ না সাড়ায় আদৌ বৃহস্পতিবারের ম্যাচে সেই চেনা মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা যাবে কিনা এই নিয়ে সন্দিহান গোটা বিশ্বের ফুটবল ফুটবলপ্রেমীরা। এর আগেও রোনাল্ডোর সঙ্গে ম্যাচ খেলতে সৌদিতে এসেছিলেন মেসি। সেবার তিনি ছিলেন পিএসজিতে। বর্তমান তিনি মার্কিন মুলুকে। ফলে দুজনের দেখা হওয়ার সুযোগ বলতে বছরে এই একবারই। সমর্থকরা তাই ফুটবল ইশ্বরের কাছে প্রার্থনা করছেন যাতে রোনাল্ডো ম্যাচে নামতে পারে। কারণ দুই ফুটবলারেরই বয়স বাড়ছে। ফলে কতদিন তাদের দ্বৈরথ দেখা যাবে , সেই নিয়ে প্রশ্ন রয়েছে। রিয়াধ সিজন কাপের ম্যাচে লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে 4-3 গোলে হারিয়েছে আল হিলাল ফুটবল দল। সেই ম্যাচে মেসি, সুয়ারেজ দুই তারকাই গোল করেছিলেন। কিন্তু ডিফেন্সে জমাট ভাবের অভাবে হেরে যেতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই দলকে। আল হিলালের হয়ে মেসির দলের বিপক্ষে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিগনেচার সিউ সেলিব্রেশন করেন মাইকেল। আল হিলালে খেলা ব্রাজিলিয়ান মাইকেল অবশ্য, ম্যাচ শেষে বলছেন তিনি মেসি বা রোনাল়্ডোর কারোর তুলনায় কিছুই নয়। একান্তই সেলিব্রেশন হিসেবে সিউকে বেছে নিয়েছিলেন তিনি।