If you play well in the IPL, you will get a chance in the World Cup, message board to Rishabh Pant
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলেই অ্যাসিড টেস্ট হতে চলেছে ঋষভ পন্থের। ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর আহত হয়েছিলেন গাড়ি দুর্ঘটনায়। একাধিক হার ভাঙার পাশাপাশি পড়েছিল বহু স্টিচ। বহু কাটাছেঁড়ার পর অবশেষে মাঠে নামার জন্য ফিট রয়েছেন পন্থ। আগামী আইপিএলে দিল্লি দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে উত্তরাখণ্ডের এই ব্যটারকে। যদি ফিট থাকেন তাহলে করতে দেখা যাবে উইকেট কিপিংও। আইপিএলে যদি নিজের চেনা ছন্দে ফিরতে পারেন তাহলেই সম্ভব হতে পারে টি২০ বিশ্বকাপের দলে ঢোকার কাজ। সম্ভাবনা যে একদম নেই, তা বলা যাবে না। তবে বিষ ওভারের বিশ্বকাপের দলে ঢুকতে গেলে পন্থকে আইপিএলে পারফরম্যান্স করতেই হবে বলছেন বিসিসিআই সচিব জয় শাহ। এক অনুষ্ঠানে এসে তিনি স্পষ্টতই জানান, পন্থ যে ধরনের ব্যাটার, তাকে দরকার আছে দলের। তবে তার জন্য পন্থকেও পারফরম্যান্স করতে হবে আইপিএলে। উল্লেখ্য লোকেশ রাহুলের চোট রয়েছে। ঈশান কিষানের সঙ্গে বোর্ডের ঠাণ্ডা লড়াই চলছে। এই অবস্থায় একজন ভালো উইকেট রক্ষক ব্যাটারের খোঁজে রয়েছে বিসিসিআই।