Risav Panth is the captain of Delhi Capitals in IPL
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে দিল্লি ক্যাপিটালের অধিনায়ক পদে থাকছেন রিসভ পন্থই। গত বছর পন্থের ছিটকে যাওয়ার কারণে দলের অধিনায়কত্ব করতে দেখা গেছিল ডেভিড ওয়ার্নারকে। কিন্তু পান্থের পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকটা। উইকেটরক্ষকের ভূমিকায় খেলতে না পারলেও, গোটা টুর্নামেন্টে ব্যাটিং করবেন তিনি। করবেন ফিল্ডিংও। তাই দলের পার্মানেন্ট অধিনায়কেই ফের নেতৃত্বের গুরুদায়িত্ব দিতে চাইছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই মাঠে নেমে অনুশীলন সারছেন পান্থ। জোর কদমে প্রস্তুতি সারছেন তিনি। যদিও 2022 সালের ডিসেম্বর থেকে আর মাঠে নাম হয়নি তার, তবুও দলের আস্থা রয়েছে উত্তরাখণ্ডের এই ক্রিকেটারের ওপর। এটাই ফের অধিনায়কত্বের সুযোগ এনে দিচ্ছে পন্থের কাছে। প্রথম সাতটি ম্যাচে রিশবকে শুধুই ব্যাটার হিসেবে খেলানো হবে। তার ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে,, তিনি উইকেট কিপিং করবেন কিনা। ফিটনেসের চূড়ান্ত পর্যায় থাকলে তবেই তাকে কিপিং করতে দেওয়া হবে। কারণ টি20 বিশ্বকাপ রয়েছে সামনে। যদি দলের অধিনায়ক ব্যাট হাতে ভালো পারসর্মন্স করতে পারে, তাহলে তার ডাক আসতে পারে বিশ্বকাপের স্কোয়াডেও। তাই রিসভকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি হয় দিল্লি ক্যাপিটাল শিবির।