The results of secondary, higher secondary will be published in the beginning of May
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত ফেব্রুয়ারিতে মাসে ছাত্র ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হয়েছিল। তার প্রায় ১.৫ মাস পরই ঘোষিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। তারপরই পাকাপাকিভাবে স্কুলে স্কুলে গরমের ছুটি পড়ার কথা। এদিকে উচ্চমাধ্যমিকের কয়েক দিন আগেই বেরোতে চলেছে মাধ্যমিকের ফল। ২ মে ক্লাস টেনের পশ্চিম বঙ্গ বোর্ডের ফল বেরোবে। প্রায় ২ মাসের ব্যবধানে মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতে চলেছে। এর কয়েকদিন বিরতির পরই সব স্কুলে ভর্তির কাজ শুরু হবে। ১২ ফেব্রুয়ারি শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি শেষ হয় উচ্চমাধ্যমিক। নিয়ম মাফিক ৩ মাসের মধ্যেই দুই পরীক্ষার ফল ঘোষণা করতে চলেছে সংসদ। আগামী বছর মাধ্যমিক শুরু ১৪ ফেব্রুয়ারি, উচ্চমাধ্যমিক শুরু হবে ৩ মার্চ।