Indian pacer Jaypreet Bumrah may not play in the fourth Test starting February 23 in Ranchi.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি, লোকেশ রাহুলকে আগেই ছুটি দেওয়া হয়েছিল। ম্যাচের মাঝপথেই বাড়ি ফিরতে হয়েছিল রবিচন্দ্রন আশ্বিনকে। সিরিজে এগিয়ে থাকায় এবার জসপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে বিসিসিআই। ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচীতে শুরু হতে চলা চতুর্থ টেস্টে হয়ত খেলবে না ভারতীয় পেসার জয়প্রীত বুমরাহ। শুধমাত্র চতুর্থ টেস্টই নয় পঞ্চম টেস্টেও তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিসিসিআইয়ের তরফে এবিষয়ে প্রকাশ্যে কিছু না বলা হলেও শোনা যাচ্ছে, রাঁচীতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছে বুমরাহকে। সোমবার রাজকোট থেকে নিজের আহমেদাবাদে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন বুমরাহ। খেলার ধকল কমানোর জন্যই নাকি টিম ম্যানেঞ্জমেন্টের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল ওয়ার্ক লোড কমানোর জন্য। সেভাবেই এবার তারকা পেসার বুমরাহকে বিশ্রাম দিতে চাইছে ম্যানেজমেন্ট। রাঁচীতে চতুর্থ টেস্টে বুমরার জায়গায় মহম্মদ সিরাজের সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে বাংলার পেসার মুকেশ কুমার অথবা আকাশ দীপকে। চতুর্থ টেস্টে যদি ভারত সিরিজ জিতে যায় সেক্ষেত্রে, পঞ্চম টেস্টে নাও খেলতে পারেন বুমরাহ। রাহুল, হার্দিক, বুমেরাহ না থাকায়, পঞ্চম টেস্টে আর বিশ্রাম পাওয়া হচ্ছে না অধিনায়ক রোহিত শর্মার। তবে যদি চতুর্থ ম্যাচ ড্র হয় তা হলে পঞ্চম টেস্টে দেখা মিলতে পারে বুমরাহর।