The commission replaced the OC of Diamond Harbour
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে ফের নজরে ডায়মন্ড হারবার। তৃণমূল কংগ্রেসের সেকন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার। নির্বাচন শুরুর কদিন আগেই সেখানকার ওসি বদল করল নির্বাচন কমিশন। সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজ্যের দেওয়া তালিকা থেকে নিজেদের মতো করে অফিসারদের নিয়োগ করে থাকে ভোট পর্যন্ত। শুধু ডায়মন্ড হারবারই নয়, কলকাতা পুলিশের অন্তর্গত আনন্দপুর থানারও ওসি বদল করল নির্বাচন কমিশন। তাঁদের পরিবর্তে রাজ্যের কাছে তিনজন করে অফিসারের নাম চাওয়া হয়েছে কমিশনের তরফে। এই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এর আগে বিভিন্ন কারণে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, রাজ্যের শাসক দলের হয়ে কাজ করার। আনন্দপুরে বিজেপি কর্মী আহত হওয়ার ঘটনাতেও সেই এলাকার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিজেপি।