‘Working for the ruling party’ – Adhir’s complaint,Murshidabad DIG has been removed by Election Commission
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। সোমবার মুখ্যমসচিবকে চিঠি দিয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বিকেল পাঁচটার মধ্যে ওই অফিসারকে সড়িয়ে দিতে হবে। নির্বাচনের সাথে যোগাযোগ নেই এমন কোন পদে তাকে স্থানান্তরিত করতে ।
আইপিএস অফিসার ‘তৃণমূলের হয়ে কাজ’ করেছিলেন বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। সেই অভিযোগ পেয়ই মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁকে ভোটের সঙ্গে যোগ নেই এমন পদে বদলি নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালে মুর্শিদাবাদের এসপি হিসাবে যোগ দেন মুকেশ কুমার । পরবর্তী কালে তাঁকে মুর্শিদাবাদ এবং নদিয়া রেঞ্জের ডিআইজি করা হয়।