Red volunteers are next to people with food and medicine
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে টর্নেডো এসেছিল ২০২২সালেও। এবছর ২০২৪ এ রবিবার বিকেলে হঠাৎ আসা টর্নেডো বিধ্বস্ত করে দেয় ময়নাগুড়ির তিনটি গ্রামকে। রাজ্যে অতিমারিই হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয় যাই হোক না কেন প্রশাসনের অনেক আগেই জীবন বাজি রেখে দুর্গতদের পাশে দাঁড়াতে পারে রেড ভলান্টিয়াররাই।বিপর্যয়ের খবর পেয়েই বিপর্যস্ত এলাকায় অর্পণ পাল, অপূর্ব সরকার, প্রীতম রায়, তন্ময় রায়ের মতো ৩০ জনের রেড ভলান্টিয়ারের টিম পৌঁছে যায় সেখানে। তাঁরা সঙ্গে নিয়েছিল জরুরি উপকরণ যেমন জলের বোতল, গুঁড়ো দুধ, ছাতু, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ। এলাকার মৌলানী, রাজারহাট, পুঁটিমারি অঞ্চলে তখন প্রায় আড়াইশো বাড়ি ভেঙে পড়েছে। ভেসে আসছে বিপন্ন মানুষের কোলাহল আর কান্নার আওয়াজ। রেড ভলান্টিয়াররা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো থেকে ভাঙাঘরের জিনিসপত্র, ঝড় থেকে রক্ষা পাওয়া মানুষদের আশ্রয়স্থলে পৌঁছে দিয়েছেন রেড ভলান্টিয়াররাই।রেড ভলান্টিয়াররা ঘুরেছেন বাড়ি বাড়ি। বিপর্যয়ের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও রাত পর্যন্ত ময়নাগুড়ির ওই ৩টি গ্রামের সব বাড়িতে সরকারি লোকেরাই পৌঁছায়নি, ত্রাণ তো দূরের কথা।