Real Madrid and Bayern Munich square off in the second leg of the Champions League semi-final at the Santiago Bernabeu on Wednesday night.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। দ্বিতীয় লিগ ঘরের মাঠে খেলবে কার্লো আনচেলত্তির রিয়াল, ফলে একটুও হলেও তারাই এগিয়ে থেকে মাঠে নামবে। বায়ার্নও অবশ্য বেশ অভিজ্ঞ দল, মুলার, কেন, সানেরা আছে। ফলে তারা মুখিয়ে থাকবে অভিজ্ঞতা দিয়েই রিয়ালকে টপকে এগিয়ে যেতে। গত ম্যাচে ভালো খেলেও জেতা যায়নি, ফলে আওয়ে ম্যাচে একটু চাপ তো থেকেই যাচ্ছে বায়ার্নের। এদিকে লা লিগা জয়ের ৩ দিনের মধ্যেই মাঠে নামছে রিয়ালের ভিনিসিয়াস জুনিয়ররা। ফলে বেলিংহাম, ভাজকুয়েজদের আত্মবিশ্বাসের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। তরুণ রিয়ালকে জার্মান জায়ান্টদের টেক্কা দিয়ে নিজের প্রিয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারবে, উত্তর দেবে বুধবারের মধ্যরাত।