The repo rate for the next three months remains at 6.5 percent
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে রিজার্ভ ব্যাঙ্ক বাড়ালো না রেপো রেট। আমজনতাকে স্বস্তি দিতে সুদের হার কমানোও হল না। আগামী ত্রৈমাসিকেও রেপো রেট অপরিবর্তিত থাকবে, শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটির পলিসি কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়ে দেওয়া হল। এই নিয়ে টানা সাতবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ।
মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্ক (RBI)। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি।