In Ashwin’s absence, it was the bowlers who brought India back into the match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্রত্যাবর্তনেই ধামাকেদার বোলিং মহঃ সিরাজের। রাজকোটে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় রবিচন্দ্রন অশ্বিন ব্যক্তিগত কারণে দল থেকে অব্যহতি নিতেই অনেকে ভেবে নিয়েছিলেন ম্যাচ বেড়িয়ে গেল হাত থেকে। কিন্তু তৃতীয় দিনের শুরু থেকেই দাপুটে বোলিং করে ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ। মুকেশ কুমার, ব্যর্থ হওয়ায়, পরিবর্তে খেলানো হয়েছিল সিরাজকে। বুমরার সঙ্গে জুটি বেধে ভারতকে বড় লিড পাইয়ে দিলেন সিরাজ। নিলেন ৪ উইকেট। তার আগুনে বোলিংয়ের সামনে মাথা নত করে ইংল্যান্ড বাজবল টেকনিকে খেলতে নামা বেন ফোক্স, রেহান আহমেদরা। কুলদীপ যাদবও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচ ঘুড়িয়ে দিলেন। দরকারের সময় জলে উঠলেন চাইনাম্যান বোলার কুলদীপ। সাজঘরে ফেরালেন শতরান করা বেন ডাকেটকে। শুন্য রানেই জনি বেয়ারস্টোকেও সাজঘরে ফেরান কুলদীপ। দ্বিতীয় দিনের শেষে দ্রুত গতিতে রান করতে থাকা ইংল্যান্ড ব্যাটারদের স্ট্রাইক রেটে রাশ টানেন বুমরা, সিরাজ, কুলদীপ। স্টোক্সের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে প্রথম ইনিংসে শতরানের পর বল হাতেও জোড়া উইকেট নেন জাদ্দু। অশ্বিনের না থাকায়, ভারতের পেস এবং স্পিন দুই বিভাগের ব বোলাররাই বাড়তি দায়িত্ব নিয়ে ম্যাচে ফেরালেন ভারতকে। সেই কারণেই অশ্বিনের না থাকার কোনও বাড়তি সুবিধাই নিতে পারল না ইংরেজরা। রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের লিড নেয় ভারত। যা শেষ পর্যন্ত ভারতকে দ্বিতীয় ইনিংসে বড় রান খাড়া করার সুযোগ করে দিল।