The state government has submitted a report on the ration corruption case.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। এদিন আগামী ১৭ মে-র মধ্যে এবিষয়ে ইডিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রেশন দুর্নীতি নিয়ে দায়ের হওয়া ছটি মামলার তদন্তে ২৪ মে পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি সেনগুপ্ত।
কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৮৭ টি এফআইআর দায়ের হয়েছে। যার মধ্যে ৬৫টি এফআইআরের ভিত্তিতে চার্জশিট জমা পড়েছে। বর্তমানে কুড়িটি মামলার তদন্ত চলছে।
রেশন দুর্নীতি মামলার তদন্তভার নিজেদের হাতে চেয়ে আদালতে আবেদন জানায় ইডি। সেই প্রেক্ষিতে রাজ্যের কোন কোন থানায়, মোট কয়টি এফআইআর দায়ের হয়েছে, তার একটি তালিকা আদালতে জমা দেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির সেই দাবির ভিত্তিতেই সোমবার রাজ্যের আইনজীবী আদালতে রিপোর্ট পেশ করেছেন।
রেশন বন্টনে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানতে পারে ইডি। এরপর গত বছরের অক্টোবর মাসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার হন শঙ্কর আঢ্য। বর্তমানে ইডির জালে ধরা পড়েছেন শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস।