Ranveer Singh’s tight schedule, the responsibility of consecutive big budget films is on his shoulders.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ ‘রকি অউর রানি কি কাহানি ‘ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। ব্যবসাও সেভাবে করতে পারিনি, কারণ শাহরুখ খান ও রণবীর কাপুরের হিট ছবির ব্যবসায় ফিকে করে দিয়েছে সিং- কে।
শোনা যাচ্ছে,২০২৫ পর্যন্ত রণবীর সিং ব্যস্ত থাকবেন তাঁর আগামী ছবির শুটিংয়ে। বিগ বাজেট দুই ছবির দায়িত্ব তাঁর কাঁধে। প্রথম ছবি ‘ডন থ্রি ‘, দ্বিতীয় হলো ‘শক্তিমান ‘। তারপর প্রজেক্ট নিয়ে নতুন কোনও খবর পাওয়া যায়নি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, চলতি বছর এপ্রিল মাসের শেষের দিকে রণবীর সিং সিংহম এগেইন-এর শুটিং করবেন। আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস থেকে ‘ডন ৩’ ছবির শুটিং শুরু করার কথা ফারহান আখতারের। ২০২৫ সালের মার্চ মাসে কাজ শেষ করার কথা পরিচালক ফারহান আখতারের। তারপরে ‘শক্তিমান’ ছবির কাজ শুরু করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন বসিল জোসেফ।