The Ranji Trophy final starts from Sunday. Vidarbha secured the final ticket. Vidarbha beat Madhya Pradesh by 61 runs to qualify for the final. In the end, Madhya Pradesh batsmen put up a good fight but could not defend. Yash Thakur took a total of 6 wickets in two innings.
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:রবিবার থেকে রঞ্জি ট্রফি ফাইনাল শুরু। ফাইনালের টিকিট জোগার করে ফেলল বিদর্ভ। মধ্য প্রদেশকে ৬১ রানে হারিয়ে ফাইনালের টিকিট হতে পেল বিদর্ভ। শেষদিকে মধ্য প্রদেশ ব্যাটাররা ভালো লড়াই দিলেও শেষরক্ষা হয়নি। দুই ইনিংসে মোট ৬ টি উইকেট নেন যশ ঠাকুর। এদিকে ব্যাট হাতে শতরানের জন্য ম্যাচের সেরা হন যশ রাঠোর। রুদ্ধশ্বাস ম্যাচে জিতে মুম্বইয়ের বিপক্ষে নামতে চলেছে বিদর্ভ। সাম্প্রতিককালে এই দুই দলই যথেষ্ট সফল। মুম্বাই বরাবরের ফেভারিট হলেও সেমি ফাইনালে একসময় বেশ চাপে পরে গেছিল। কিন্তু সেযাত্রায় দলকে বাঁচিয়ে দিয়েছিলেন শারদুল ঠাকুর। শুধু বল হাতে নয়, ব্যাট হাতে করেছিলেন অনবদ্য শতরান। তার সেই শতরানের সুবাদেই তামিল নাড়ুকে হেলায় হারায় অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন মুম্বাই।ইনিংস ও ৭০ রানে তামিল নাড়ুকে হারায় মুম্বাই। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হওয়ায় স্বভাবতই অ্যাডভান্টেজ মুম্বাই, তা বলাই যায়।