Mumbai won Ranji, Vidarbha lost with a fight
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। প্রতিপক্ষে বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে ৪২ তম বার ঘরোয়া ক্রিকেটে ভারতসেরার ট্রফি ঘরে তুলল মুম্বই। অজিঙ্কা রাহানের দল দ্বিতীয় ইনিংসে সেরকম ভালো বোলিং করতে না পারলেও ৫০০ রানের টার্গেট চেজ করা অসম্ভব ছিল বিদর্ভের কাছে। ৩৬৮ রানে শেষ পর্যন্ত গুটিয়ে যায় যশ রাঠোরদের লড়াই। I
দ্বিতীয় ইনিংসে অক্ষয় ওয়াডেকার দুরন্ত শতরান করে লড়াই করে যান। তবে করুন নায়ারের আউটটাই খেলা থেকে ছিটকে দেয় বিদর্ভকে। বল হাতে মুম্বাইয়ের তনুষ কথিয়ান ৪ উইকেট নেন দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৩ উইকেট। ম্যাচে ভালো পাররম্যান্স করলেও তিনি ম্যাচের সেরা হননি। বরং ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য তিনি সিরিজ সেরা হন। শতরান করে ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মুশির খান।