The Bengal cricket team will take on Mumbai in a crucial Ranji Trophy match at the Eden Gardens in Kolkata from Friday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে রণজি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলা ক্রিকেট দল। ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা অবশ্য পাবে মনোজ ব্রিগেড। কিন্তু মুম্বই দল এবারে বাংলার গ্রুপের টেবল টপার। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্র প্রদেশ। ফলে মুম্বইয়ের বিপক্ষে এই ম্যাচ বাংলার কাছে কার্যত মাস্ট উইন। কারণ মুম্ইয়ের বিপক্ষে পুরো পয়েন্ট পেলে নকআউটের দিকে এগিয়ে যেতে পারবে অনুষ্টুপ, সুদীপরা। কারণ গ্রুপ থেকে দুটি দল যাবে। এর মধ্যে দ্বিতীয় স্থানের জন্য বাংলা, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ এবং ছত্তিশগড়ের মধ্যে ল়ড়াই চলছে। মুম্বইকে হারাতে পারলে লিগ টেবিলে কিছুটা ভালো জায়গায় যাবে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। মুকেশ কুমার ভারতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই দলের বোলিং লাইন আপে ঘাটতি দেখা দিয়েছে। পুরোনো সেই আগ্রাসি মেজাজ দেখা যাচ্ছে না বোলিংয়ে। ব্যাটিংয়ে অবশ্য নিজের অসাধারাণ ফর্ম বজায় রেখেছেন বাংলার অনুষ্টুপ মজুমদার। যখনই দল বিপদে পড়েছে, এগিয়ে আসছে বাংলার এই বর্ষিয়ান ক্রিকেটার। অসমের বিপক্ষে গত ম্যাচে আউট রাইড জয়ের সৌজন্যে নকআউটের পথ খোলা আছে বাংলার কাছে। তাই গত ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই শিবম দুবে, আজিঙ্কা রাহানেদের বিপক্ষে নামছে বঙ্গ ব্রিগেড। শেষ ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন মুম্বইয়ের শিবম দুবে। তার জন্যেও পরিকল্পনা তৈরি করছেন লক্ষ্মী। ইডেনের পিচে একজন বাড়তি স্পিনার নিয়ে দল সাজাতে পারে মনোজ ব্রিগেড। শক্তিশালী মুম্বাই এর বিপক্ষে বাংলা শেষ হাসি হাসতে পারে কিনা, সেটাই দেখার।