Mumbai on the brink of Ranji victory, need 5 wickets to win
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রেকর্ড ৪২ বার রঞ্জি ট্রফি জয়ের সামনে মুম্বাই। তৃতীয় দিনের শেষে বিদর্ভের স্কোর ৫ উইকেটে ২৪৫ রান। বড়সর অঘটন না ঘটলে এই ম্যাচ হয়ত মুম্বাই জিততে চলছে। কারণ জয়ের জন্য এখনও করুন নায়ারের দলের প্রয়োজন ২৯০ রান, সেখানে মুম্বাইয়ের দরকার মাত্র ৫টি উইকেট। অধিকাংশ প্রথম সারির ব্যাটারই সাজঘরে ফিরেছেন। অক্ষয় ওয়াদেকার অর্ধশতরান করে লড়ছেন বটে। কিন্তু প্রায় অসম্ভব এই কাজ আদৌ তার পক্ষে করা সম্ভব হবে কিনা, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরানের পর বল হাতে দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেটও নিয়ে ফেলেছেন মুশির খান। তনুষ কতিয়ান নিয়েছেন দুই উইকেট, ওপর একটি উইকেট নিয়েছেন মুলানি। জয়ের জন্য বিদর্ভের টার্গেট ৫৩৮ রান। চতুর্থ দিনের প্রথম সেশনের মধ্যেই খেলার যবনিকা পতন হয়ে যেতে পারে।