Mumbai in the driver’s seat against Vidarbha in the Ranji Trophy final.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রঞ্জি ট্রফির ফাইনালে বিদর্ভের বিপক্ষে চালকের আসনে মুম্বাই। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে এক পা এগিয়েই রেখেছে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন মুম্বাই। দ্বিতীয় দিনের শেষে মুম্বাইয়ের লিড ২৬০ রান। এখনও হাতে রয়েছে ৮ উইকেট। অপরাজিত ৫১ রান করে উইকেটে রয়েছেন মুশির খান। অধিনায়ক রাহানেও দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসেই ১১৯ রানের লিড এনে দিয়েছিলেন শর্দুল ঠাকুররা। দুরন্ত বোলিং করে বিদর্ভকে মাত্র ১০৫ রানেই গুটিয়ে দিয়েছিলেন ধাওয়াল কুলকার্নি, শামস মুলানিরা। সেই লিডই ছিল রাহানেদের আত্মবিশ্বাসের মূল রসদ। এরপর সেই লিড বাড়িয়ে নিয়ে যাচ্ছেন মুশির, রাহানেরা। অবশ্য তাদের এই ভালো পারফরম্যান্সের মুলে রয়েছেন শার্দুল ঠাকুর। তিনি ব্যাট হতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হতে সেমি ফাইনালে, আজ হয়ত ফাইনাল খেলা হত না রঞ্জি ট্রফির সফলতম দলের। তেমনই ফাইনালের প্রথম ইনিংসেও শার্দুলের করা ৭৫ রানের ঝকঝকে ইনিংস মুম্বাইকে প্রথম ইনিংসে ভদ্রস্থ স্কোরে পৌঁছাতে সাহায্য করে। পরিস্থিতে যা, তাতে তৃতীয় দিনেই খেলার যবনিকা পতন হতে যেতে পারে। রেকর্ড ৪২ বারের জন্য ট্রফি ঘরে তুলতে পারে অজিঙ্কা রাহানে অ্যান্ড কোম্পানি।