Bald head, wrinkles on the face, this look of Ranveer is viral on social media
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : অ্যানিমেল ছবি হিট হওয়ার পর থেকেই অভিনেতা রণবীর কাপুর সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন। সম্প্রতি অভিনেতা রণবীর কাপুরের একটি ছবি ভাইরাল হয়েছে।
ইনস্ট্যান্ট বলিউড অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীরের বৃদ্ধ বয়সের ছবি শেয়ার করেছে। ছবিতে রণবীর কাপুর লাল শার্ট পরে থাকলেও তাঁর মুখ দেখে সবাই অবাক। কারণ মুখে একাধিক বলিরেখা, মাথার সামনে টাক। এই ছবিতে রণবীর কাপুর একা নন, সহ-অভিনেতাকে সঙ্গে নিয়েই ছবি। অনুমান করা যাচ্ছে রণবীরের নতুন কোনও ছবির লুক এটা। অ্যানিমেল মুভির দ্বিতীয় পার্টের সিনেমার লুক এটি। ‘অ্যানিমাল’-এর বৃদ্ধ বয়সের চেহারা। এই লুক দেখে রণবীরের ফ্যানেরা উত্তেজিত যে অ্যানিমেলের পার্ট টু মুভি নিয়ে।