Ram Navami procession of BJP in Howrah without obeying the court order
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশ না মেনে হাওড়ায় বিজেপির রামনবমীর মিছিল। হাওড়ার প্রার্থী রথীন চক্রবর্তীর রামনবমীর মিছিলে দেখা গেল অস্ত্র। প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক।
রামনবমীকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত। সেই ঘটনার জেরেই এবছর রামনবমীর মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়। পরিষ্কার বলা হয়, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। উসকানিমূলক কোনও বক্তব্য দেওয়া যাবে না।
কিন্তু বুধবার অন্য ছবি দেখা গেল। মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর একটি মিছিল বের করা হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। সেখানেই অনেকের হাতে দেখা যায় অস্ত্র। তা নিয়ে বিতর্কও তৈরি হয়। এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, এটা পরম্পরা। এটা প্রতীকী। এই অস্ত্র কাউকে আঘাত করার জন্য নয়।