Big change in ‘Ramayan’, Sai Pallavi’s role as Sita is replaced by star child
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : মার্চ মাস থেকেই ‘রামায়ণ’-এর শুটিং শুরু করবেন রণবীর কাপুর এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু এবার অন্য জল্পনায় মজেছে টিনসেল টাউন। সীতার চরিত্রে নাম উঠে এসেছিল দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর। শুটিং শুরুর আগেই ‘রামায়ণ’-এর সীতা বদলে গিয়েছে। শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের নাম উঠে আসছে।
বাওয়াল ছবিতে অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর। চরিত্রটা দুর্দান্ত করায় পরিচালক নীতেশের পছন্দ হয়ে যায় জাহ্নবীকে। পরিচালক নীতিশের মনে হয়েছে সীতার চরিত্র জাহ্নবী বেস্ট। তাই সাই পল্লবীর পরিবর্তে জাহ্নবীর নাম উঠে এসেছে।
ইতিমধ্যেই ক্লিনসেভড হয়েছেন রণবীর। সূত্রে খবর, রামের অবতারে অভিনয়ের জন্য নাকি বিশেষ মেডিটেশনও করছেন রণবীর। শুধু তাই নয়, পুরোপুরি নিরামিষ আহার করছেন এবং মদও নাকি ছেড়ে দিয়েছেন। পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর জন্যই অভিনেতার বড়সড় ত্যাগ।
সূত্রের খবর, লন্ডন ও মুম্বই মিলিয়ে ১২০ দিন ধরে ‘রামায়ণ’-এর শুটিং হবে। এখনও পর্যন্ত যা শোনা গিয়েছে সেই হিসেবে, ছবিতে রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ স্টার যশকে। বিভীষণের চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। আর হনুমান হচ্ছেন সানি দেওল।