The West Bengal government has announced that a month-long ‘Ramadan special package’ will be provided.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রোজা শুরু হয়েছে। এক মাস ‘রমজান বিশেষ প্যাকেজ’ প্রদান করা হবে বলে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তবে সকলে সেই প্যাকেজ পাবেন না। নির্দিষ্ট পরিবারকেই ‘রমজান বিশেষ প্যাকেজ’ প্রদান করা হবে বলে জানান তৃণমূল সরকার। তুলনামূলকভাবে কম দামে ‘রমজান বিশেষ প্যাকেজ’ পাবেন উপভোক্তারা। খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে, ১১ মার্চ থেকে সেই প্যাকেজ দেওয়া হচ্ছে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত উপভোক্তারা সস্তায় ‘রমজান বিশেষ প্যাকেজ’ পাবেন।
এক মাস ‘রমজান বিশেষ প্যাকেজ’ কারা পাবেন :-খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র রমজান উপলক্ষ্যে অন্ত্যোদয় অন্নযোজনার এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের জন্য খাদ্য ও সরবরাহ দফতর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।
রমজান বিশেষ প্যাকেজে কী কী থাকছে? দাম কত ?
১) চিনি (ভর্তুকিযুক্ত): পরিবারপিছু এক কিলোগ্রাম চিনি দেওয়া হবে। দাম ৩২ টাকা। ২) ছোলা(ভর্তুকিযুক্ত) : প্রতিটি পরিবারকে এক কিলোগ্রাম ছোলা দেওয়া হবে। দাম ৬২ টাকা।৩)ময়দা (ভর্তুকিযুক্ত) : প্রতিটি পরিবারকে এক কেজি ময়দা দেওয়া হবে। দাম ২৬ টাকা