Rakulpreet-Jackie Bhagnani tied the knot at South Goa’s ITC Grand Hotel
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। বুধবার সকাল থেকেই গোয়ার সৈকতে চাঁদের হাট। তারকাখচিত বিয়ের আসরে শিখ রীতিতে এবং সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের তারকাজুটি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, বলিউডের সহকর্মী এবং পরিবার পরিজনদের সাক্ষী রেখেই একসঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতিতে আবদ্ধ হলেন রাকুলপ্রীত-জ্যাকি। বিয়ের আসর মেতে উঠেছিল শাহরুখ খানের গানে। বুধবার সকালে চুড়া সেরিমণি হয়।
দক্ষিণ গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে মালাবদল, সিঁদুরদান হল সকলের উপস্থিতিতে। বলিউডের বন্ধুবান্ধব ও অতিথিদের জন্য সেই বিলাসবহুল হোটেলে এলাহি রিসেপশনের আয়োজন ছিল। কড়া নিরাপত্তায় মোড়া ছিল বিয়ের ভেন্যু। সূত্রের খবর, ফিল্মি কায়দাতেই বিয়ে সেরেছেন রাকুল ও জ্যাকি। মঙ্গলবার সন্ধেয় সঙ্গীতের অনুষ্ঠানও জমে উঠেছিল। নেচে-গেয়ে আসর মাতিয়েছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা সহ অভিনয় জগতের তারকারা।