South superstar actor Rajinikanth’s salary is Rs 1 crore per minute
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : গত বছর ‘জেলার’ চলচ্চিত্র দিয়ে তুমুল সাফল্য পেয়েছেন রজনীকান্ত ওরফে থালাইভা।বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় জেলার। এ বছরে তাঁর নতুন সিনেমা আসছে। নিজের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্তের পরিচালনায় পর্দায় আসছেন সুপারস্টার রজনীকান্ত। ‘লাল সালাম’ দিয়ে বড় পর্দা কাঁপাতে প্রস্তুত রজনীকান্ত, যা মুক্তি পেতে চলেছে এই শুক্রবার। ‘লাল সালাম’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে থালাইভাকে। রজনীকান্তকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। লাল সেলাম নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন রজনীকান্ত, কবে তাঁর পারিশ্রমিক নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, নিজের মেয়ের কাছ থেকে সিনেমাটির জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। সূত্রে, ‘লাল সালাম’ ছবিতেও একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন তিনি। পর্দায় তাঁর উপস্থিতির সময় কম হলেও এই ছবি থেকে রজনীকান্ত মোট ৪০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। প্রায় ৭৩ বছর বয়সেও যে কোনো ইয়াং সুপারস্টারকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।