Rajasthan lost due to the failure of the bowlers in the winning match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: জেতা ম্যাচে বোলারদের ব্যর্থতায় হেরে গেল রাজস্থান। একইভাবে বলা যায় গুজরাটকে জিতিয়ে দিলেন বোলাররা। কারণ গুজরাটের মূলত দুই বোলিং ওমরাউন্ডার ম্যাচটা ব্যাট হাতে জেতালেন। সঙ্গে এবারের আইপিএলের তৃতীয় জল এনে দিলেন। সঞ্জু স্যামসনের অসাধারণ ফর্ম এদিনও অব্যাহত থাকে। ৩৯ বলে করেন ৬৮ রান। রিয়ান পারাগ করেন ৪৮ বলে ৭৬ রান। নির্ধারিত ২০ ওভারে নিজেদের ঘরের মাঠে ১৯৬ রান করে রাজস্থান। কিন্তু বল যাতে আবেশ খান, যুজবেন্দ্র চাহালরা এত রান দিলেন, যে ম্যাচ আর জেতা হল না তাদের। শুভমন গিল ৭২ রান ও আরেক ওপেনার সাই সুদর্শন ৩৫ রান করে দলকে ভালো জায়গায় নিয়ে গেছিলেন। কিন্তু পরপর মিডল অর্ডারে উইকেট হারিয়ে চাপে পরে যায় গুজরাট। এরপরই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন দুই অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া এবং রশিদ খান। শেষ ৬ ওভারে বাকি ছিল প্রায় ৯০ রান। শেষ দিকে রাহুল আর রশিদ করলেন যথাক্রমে ২২ ও ২৪ রান। দাঁড়িয়ে থেকে শেষ বলে চার মেরে দলকে জেতালেন রশিদ খান। ৩ উইকেটে ম্যাচ জিতে নিল শুভমন গিলের গুজরাট টাইটানস। ৬ ম্যাচে ৬ পয়েন্ট টাইটানসদের, ৫ ম্যাচে ৮ পয়েন্টে রইল রাজস্থান।