Finance Minister Nirmala gave a big surprise in the budget about railways
দেশ
রেল নিয়ে বাজেটে বড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ১লা ফেব্রুয়ারি ২০২৪ – কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম ২০২৪ – ২৫ আর্থিক বছরের বাজেট প্রকাশ করলেন। এবছরের বাজেট আসলে অন্তর্বতীকালীন বাজেট। অন্যান্য বিষয়গুলির পাশাপাশি অর্থমন্ত্রী ভারতীয় রেল নিয়ে বেশ কিছু বড় ঘোষণা করেছেন।বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মেট্রো এবং নমো ভারত উল্লেখ করেছেন।অর্থমন্ত্রী সীতারমন PM গতিশক্তি প্রকল্পে নয়া তিন রেল করিডরের ঘোষণা করেছেন ।ভারতীয় রেলের সব থেকে দ্রুত ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস নিয়েও বড় আপডেট জানা গিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে 40000 সাধারণ ট্রেনের বগিকে বন্দে ভারতের বগি হিসেবে গড়ে তোলা হবে। যার ফলে দেশের রেল পরিকাঠামোতে বন্দে ভারতের বগি সরবরাহ করতে অনেক বেশি সুবিধা হতে চলেছে।এবছরের বাজেট আসলে অন্তর্বতীকালীন বাজেট। এই বাজেটের উদ্দেশ্য হল নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত যাতে সরকারি নানা কাজের খরচে বাধা না আসে, সেই অনুযায়ী টাকা বরাদ্দ করা।