Can ask ED or CBI to know whether Congress took money from Ambani or Adani, Rahul tweeted to PM
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আম্বানি আদানি ইস্যুতে বুধবার সকালেই কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধীকে তোপ দেগেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত পাঁচ বছর ধরে আম্বানি, আদানি নিয়ে কথা বললেও লোকসভা ভোট আসতেই তাদের বিরুদ্ধে কংগ্রেসের শেহজাদা আর বাক্য ব্যয় করছে না বলে দাবি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর পিছনে কি অভিসন্ধি রয়েছে তা তুলে ধরতেই রাহুলকে নিশানা করেছিলেন তেলেঙ্গানার সভা থেকে, পাশাপাশি প্রশ্ন করেছিলেন আম্বানি, আদানিক থেকে কত টাকা নিয়েছে কংগ্রেস। বিকেল হতেই তাঁর জবাব দিলেন রাহুল গান্ধী। পাল্টা ট্যুইট করে তিনি লিখলেন, আম্বানি বা আদানির থেকে কংগ্রেস আদৌ টেম্পো ভর্তি টাকা পেয়ে কিনা জানার জন্য চাইলে ইডি বা সিবিআইকে পাঠিয়ে তা খুঁজে বার করতে পারে, এভাবেই পাল্টা নিশানা করছেন কংগ্রেসের রাহুল গান্ধী। উল্লেখ্য রাফালেসহ বিভিন্ন বিষয় নিয়ে আম্বানি-আদানিদের বিজেপির সরকার বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসছে কংগ্রেস।